kasmir

১৪ জুলাই থেকে পর্যটকদের জন্য খুলে যাচ্ছে ভূস্বর্গ

১৪ জুলাই থেকে পর্যটকদের জন্য খুলে যাচ্ছে ভূস্বর্গ

১৪ জুলাই থেকে খুলে যাচ্ছে কাশ্মীরও । তবে কিছু নিয়ম মানতে হবে পর্যটকদের । এখন শুধুমাত্র বিমানেই যাওয়া যাবে কাশ্মীরে । ট্রেন ও সড়কপথ আপাতত বন্ধ । জম্মু-কাশ্মীর প্রশাসনের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, সকল পর্যটকের রিটার্ন টিকিট থাকা বাধ্যতামূলক । কতদিনের জন্য আসছেন তা জানাতে হবে । এয়ারপোর্টেই দেখাতে হবে হোটেল বুকিংয়ের কাগজপত্র । এয়ারপোর্টেই সমস্ত পর্যটকদের বাধ্যতামূলক ভাবে থার্মাল স্ক্যানিং করতে হবে। যতক্ষণ না করোনা পরীক্ষার ফল আসছে, ততক্ষণ হোটেলের ঘরেই থাকতে হবে পর্যটকদের। রিপোর্ট নেগেটিভ এলে তবেই হোটেলের বাইরে পা রাখতে পারবেন পর্যটকরা ।
Read More