Kapil Sibal joins SP in Akhilesh Yadav’s hand

জোর ধাক্কা হাত শিবিরে,অখিলেশ যাদবের হাত ধরে সপা-য় যোগ দিলেন কপিল সিব্বল

জোর ধাক্কা হাত শিবিরে,অখিলেশ যাদবের হাত ধরে সপা-য় যোগ দিলেন কপিল সিব্বল

কংগ্রেসে বড়সড় ধাক্কা। এবার হাত শিবির ছেড়ে সমাজবাদী পার্টিতে গেলেন কংগ্রেসের রাজ্যসভার সাংসদ কপিল সিব্বল (Kapil Sibal)। লখনউয়ে অখিলেশ যাদবের (Akhilesh Yadav) হাত ধরে সমাজবাদী পার্টিতে যোগ দিলেন কপিল। যোগদানের দিনই সমাজবাদী পার্টির হয়ে মনোনয়ন জমা দিলেন কপিল সিব্বল। ১৬ মে কংগ্রেস সভানেত্রীকে পদত্যাগ পত্র পাঠিয়েছেন বলে জানিয়েছেন কপিল। মনমোহন-জমানায় একাধিক গুরুত্বপূর্ণ মন্ত্রক সামলেছেন কপিল সিব্বল। কংগ্রেসের জাতীয় স্তরের নেতা কপিল সিব্বল। তাঁর কংগ্রেসত্যাগ, হাত শিবিরের জন্য বড়সড় ধাক্কা বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। উত্তরপ্রদেশে এখন ১১টি রাজ্যসভা (Rajya Sabha) আসন ফাঁকা পড়ে রয়েছে। শীঘ্রই সেই আসনে নির্বাচন হতে চলেছে। তার আগে উত্তরপ্রদেশের (Uttar Pradesh) রাজনীতিতে বিপুল ধাক্কা। দীর্ঘদিনের রাজনৈতিক…
Read More