johnson & johnson

সিঙ্গল ডোজেই কুপোকাত করোনার ডেল্টা প্রজাতি

সিঙ্গল ডোজেই কুপোকাত করোনার ডেল্টা প্রজাতি

ভ্যাকসিনের একটা ডোজেই জব্দ হতে পারে করোনার ডেল্টা প্রজাতি। Johnson & Johnson তাদের তৈরি সিঙ্গল ডোজের টিকা করোনার ডেল্টা ও অন্যান্য প্রজাতির বিরুদ্ধে দারুণ কার্যকরী বলে দাবি করা হয়েছে। বর্তমানে করোনার ডেল্টা প্রজাতি ক্রমশ উদ্বেগ বাড়াচ্ছে। ভারত-সহ বিশ্বের বিভিন্ন দেশে করোনার এই প্রজাতি দ্রুতহারে সংক্রমণ ছড়াচ্ছে। ইতিমধ্যেই বিভিন্ন দেশে টিকাকরণের কাজ জোরকদমে চলছে। কিন্তু, করোনার এই প্রজাতির বিরুদ্ধে বাজারে যে সমস্ত ভ্যাকসিন হাতে এসেছে, তা আদৌ কার্যকরী হবে কিনা সে নিয়ে সংশয় তৈরি হয়েছে বিভিন্ন মহলে। এই প্রেক্ষিতে Johnson & Johnson যে দাবি করল, তা নি:সন্দেহে অনেকটাই স্বস্তি দিল বলে মনে করা হচ্ছে। এদিকে, WHO প্রধান টেড্রোস আধানম ঘেব্রিয়েসাস জানন,…
Read More