jhar alta

গিলান্ডি নদীর ওপর ব্রিজের দাবি মধ্য খুটটিমারির বাসিন্দাদের

গিলান্ডি নদীর ওপর ব্রিজের দাবি মধ্য খুটটিমারির বাসিন্দাদের

গিলান্ডি নদীর ওপর স্থায়ী পাকাসেতুর দাবি ঝাড়আলতা গ্রাম পঞ্চায়েতের বাসিন্দাদের। পাকা স্থায়ী সেতু না থাকাতে এলাকার ত্রিশ হাজার মানুষকে ঘুরপথে যাতায়াত করতে হয় বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। জানা গেছে ধুপগুড়ি ব্লকের ঝাড় আলতা ২ নং গ্রাম পঞ্চায়েতকে দুভাগ করেছে এই গিলান্ডি নদী। বর্ষাকাল বাদে সারাবছর ধরে স্থানীয় উদ্যোগে এই নদীর ওপর অস্থায়ীভাবে বাঁশের সাঁকো তৈরি করে যাতায়াত করলেও বর্ষাকালে সাঁকো ভেঙে যাতায়াত বন্ধ হয়ে যায়। সেসময় বাসিন্দাদের গ্রাম পঞ্চায়েত আসতে হয় ঘুর পথে। স্থানীয়দের দাবি ওই এলাকায় অবিলম্বে পাকা সেতু তৈরি করতে হবে। স্থানীয় বিশ্বেস্বর রায় জানান বিধায়ক মিতালি রায়কে বহুবার জানানো হলেও কোনো ব্যবস্থা নেয়নি বলে । স্থানীয় বিজেপি…
Read More