12
Nov
দেশে আদিবাসীরা ধর্মান্তরিত হয়ে দ্বৈত সুবিধা নিচ্ছে এর বিরূদ্ধে দেশজুড়ে জেলা শাসকদের মাধ্যমে রাজ্য ও কেন্দ্রকে স্মারকলিপি দিল জনজাতি সুরক্ষা মঞ্চ । এদিন শিলিগুড়িতে সাংবাদিক সম্মেলনে এসটি দের দ্বৈত সুবিধার বিরুদ্ধে এবং এই সুবিধা নিয়ন্ত্রণে প্রশাসনকে দ্রুত পদক্ষেপ করার আবেদন জানালেন জনজাতি সুরক্ষা মঞ্চের সদস্য মণিকুমার লামা। জনজাতি সুরক্ষা মঞ্চের অভিযোগ দেশে হিন্দু ছাড়া অন্যান্য ধর্মাবলম্বী মানুষেরা শুধুমাত্র মাইনরিটি সুবিধা পেলেও আদিবাসী জনজাতির মানুষেরা ধর্মান্তরিত হয়ে একদিকে এসটির সুবিধা নিচ্ছে অন্যদিকে মাইনরিটির সুবিধাও নিচ্ছে। এতে মূল মাইনোরিটি র লোকেরা বিভিন্ন সরকারি সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। যদিও তারা কোনো ধর্মের বিরুদ্ধে নয় বলে স্পষ্ট করে জানিয়েছেন। প্রাক্তন সাংসদ কার্তিক ওঁরাও এর…