jalpaiguripolice

পথচলতি মানুষকে রাখির বদলে মাস্ক পড়াল জলপাইগুড়ি জেলা পুলিশ

পথচলতি মানুষকে রাখির বদলে মাস্ক পড়াল জলপাইগুড়ি জেলা পুলিশ

করোনা পালটে দিয়েছে মানুষের জীবনযাত্রা।করোনার আবহে রাখির বদলে তাই মাস্ক পড়াতে হচ্ছে পুলিশকে।পুলিশের এই অভিনব উদ্যোগ ও সচেতনতার বার্তার প্রশংসা করেছেন শহর ও জেলাবাসীরাখীর বদলে মাস্ক পরালো পুলিশ।উপস্থিত ছিলেন জেলা পুলিশের কর্তারা। সোমবার জলপাইগুড়ি জেলা পুলিশ মাস্ক বন্ধন কর্মসূচির আয়োজন করে শহরের থানা মোড়ে । করোনা পরিস্থিতিতে মাস্কের মধ্য দিয়ে শহরবাসী ও জেলাবাসীকে সচেতন করতে এই উদ্যোগ বলে দাবি পুলিশের।বিভিন্ন রঙের মাস্ক তুলে দেওয়া হয়। মাস্কের মধ্যে রাখী বন্ধন লেখা রয়েছে। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন ডি আই জি জলপাইগুড়ি রেঞ্জ কল্যাণ মুখোপাধ্যায়, পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব, অতিরিক্ত পুলিশ সুপার শ্রীকান্ত জগনাথারাও ইলওয়াড, কোতোয়ালি থানার আই সি বিপুল সিংহা প্রমুখ।…
Read More