24
May
অবশেষে প্রকাশিত হলো উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল। পরীক্ষার ৫৭ দিনের মাথায় প্রকাশিত হলো ফলাফল। সদ্য প্রকাশিত উচ্চ মাধ্যমিকের ফলাফলের মানচিত্রে জলপাইগুড়ির নাম ফুটিয়ে তুললো সময়িতা দাশগুপ্ত। শহরের সুনীতি বালা বালিকা বিদ্যালয়ের ছাত্রী সময়িতা দাশগুপ্তের প্রাপ্ত নম্বর ৪৮৭। রাজ্যে মোট ৮৭ জন দশম স্থান অধিকার করার মধ্যে রয়েছে সময়িতা দাশগুপ্ত। উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ হতেই শহরের থানা মোড়ের এক বহুতল আবাসনে ভিড় জমে যায় বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের। এই আবাসনেই মা, বাবার সঙ্গে থাকে সময়িতা। আগামীতে ভূগোল নিয়ে নিজের পড়াশুনো এগিয়ে নিয়ে যেতে চায় জলপাইগুড়ির সময়িতা দাশগুপ্ত।