22
Oct
পুজোর বোনাস না মেলায় বিক্ষোভ আন্দোলনে বসলেন জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালের সমস্ত কর্মীরা । জানা গিয়েছে ষষ্ঠী চলে এলেও এখনো পুজোর বোনাস হয়নি হাসপাতালে কাজের সঙ্গে যুক্ত নিরাপত্তাকর্মী, ওয়ার্ড বয় সহ হাসপাতালের স্বাস্থ্যকর্মীদের । অথচ এই কোভিড পরিস্থিতিতে ঝুঁকি নিয়ে কাজ করে চলেছেন তারা এমনটাই তাদের অভিযোগ ।বৃহস্পতিবার সকাল থেকে হাসপাতালের সামনে জমায়েত করে বিক্ষোভ দেখান তারা। আন্দোলনকারীদের অভিযোগ, কোভিড পরিস্থিতির মধ্যে জীবনের ঝুঁকি নিয়ে নিত্যদিন কাজ করছেন তারা। অথচ পুজোর মুখে বোনাস দেওয়া হচ্ছে না তাদের। বাধ্য হয়ে বিক্ষোভ আন্দোলন শুরু করেছেন তারা। অবিলম্বে পুজোর বোনাস দেওয়ার দাবি জানান হাসপাতালের বিভিন্ন বিভাগের শতাধিক অস্থায়ী কর্মী।