jalpaiguri district police

জলপাইগুড়ি জেলা পুলিশের ৫২তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

জলপাইগুড়ি জেলা পুলিশের ৫২তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

জলপাইগুড়ি জেলা পুলিশের দুদিন ব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শুরু হল আজ। জানা গেছে জেলা পুলিশের পরিচালনায় এবছর ৫২ তম বর্ষে পদার্পণ করল । এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জলপাইগুড়ি জেলা পুলিশের বিভিন্ন আধিকারিকরা। জেলা পুলিশ সূত্রে জানা গেছে দুদিন ব‍্যাপী চলবে এই প্রতিযোগিতা। এদিন সকালে বর্ণাঢ্য অনুষ্ঠানে‌র মধ‍্য দিয়ে প্রতিযোগিতা‌র উদ্বোধন হয়। ছিল স্থানীয় শিল্পী‌দের নৃত‍্যানুষ্ঠান। ১০০ মিটার দৌড় সহ বিভিন্ন ইভেন্টে‌র দৌড়, হাই জাম্প, লং জাম্প, মুখে চামচ নিয়ে দৌড়, সহ আরও বিভিন্ন প্রতিযোগিতা‌র আয়োজন করা হয়েছে। প্রতিযোগিতায় অংশ নিয়ে‌ছেন শতাধিক প্রতিযোগী।
Read More
পুজো উপলক্ষে গাইডম্যাপ প্রকাশ করল জলপাইগুড়ি পুলিশ

পুজো উপলক্ষে গাইডম্যাপ প্রকাশ করল জলপাইগুড়ি পুলিশ

দেবী পক্ষের শুরু হয়ে গিয়েছে। কোভিড আবহেও পুজোর গন্ধ সর্বত্র। রাজ্য সরকারের একাধিক গাইডলাইন মেনে ক্লাবগুলো এখন চরম ব্যস্ত। এই পরিস্থিতিতে জলপাইগুড়ি জেলা পুলিশ এদিন গাইডম্যাপ প্রকাশ করল । আই জি উত্তরবঙ্গ বিশাল গর্গ শনিবার জলপাইগুড়ি প্রয়াস হলে ম্যাপ উদ্বোধন করেন। অন্যান্যবছরের তুলনায় এবছরে পুজোর মণ্ডপে দর্শনার্থীদের প্রবেশ এড়াতে স্বাস্থ্য বিধি মেনে চলতে আবেদন জানানো হয়েছে ।ক্লাব গুলিকে অনুদানের টাকাও দেওয়া হয় সেইসঙ্গে। উপস্থিত ছিলেন ডি আই জি কল্যাণ মুখোপাধ্যায় এস পি প্রদীপ কুমার যাদব, জেলাশাসক অভিষেক তেওয়ারি, সরকারি আইনজীবী গৌতম দাস পুরসভার প্রশাসক বোর্ডের সদস্য সৈকত চট্টোপাধ্যায় সন্দীপ মাহাতো টোটো চালক ইউনিয়নের সভাপতি মিঠু মহন্ত প্রমুখ।
Read More