11
Jan
মাধ্যমিক শিক্ষার্থীদের কাছ থেকে বেশি টাকা নেওয়ার অভিযোগ উঠল ইসলামপুর হাইস্কুলের বিরুদ্ধে। সূত্রের খবর ইসলামপুর হাইস্কুলের শিক্ষার্থীদের কাছ থেকে পরীক্ষার ফি বাবদ ১৮০ টাকার বদলে ৫০০ টাকা করে নেওয়া হচ্ছে বলে অভিযোগ। এতেই বিক্ষোভ ছড়িয়েছে পরীক্ষার্থীদের অভিভাবকদের মধ্যে। এদিকে স্কুল কর্তৃপক্ষ এই প্রসঙ্গে জানিয়েছে কোভিড পরিস্থিতিতে স্কুলে পরিযায়ী শ্রমিকদের কোয়ারিনটিন রাখার সময় সমস্ত বেঞ্চ টেবিল ভেঙে দিয়েছে।সেগুলো মেরামতের জন্যই এই টাকা নেওয়া হচ্ছে। স্কুলের প্রধান শিক্ষক জানিয়েছে যেসব ছাত্রছাত্রী বর্ধিত ফি দিতে না চাইলে জোর করে নেওয়া হচ্ছে না।অনিচ্ছুকরা আবেদন করলে পরবর্তীতে তা ফেরত দিয়ে দেওয়া হবে।এদিকে ছাত্রছাত্রীদের কাছ থেকে বেশি টাকা নেওয়ার প্রতিবাদে আন্দোলনে নেমেছে স্কুলের ছাত্র সহ এস…