03
Aug
ভারত-চিন সীমান্ত সংঘর্ষে সম্প্রতি উত্তাল হয়েছে পূর্ব লাদাখ। গালোয়ানের ঘটনার পর কূটনৈতিক স্তরে দু’দেশের সম্পর্কে টানাপোড়েন বেড়েছে। ইতিমধ্যেই দু’দফায় বেশ কিছু চিনা অ্যাপ নিষিদ্ধ করেছে দিল্লি।চীনা সংস্থা vivo আইপিএলের স্পনসর চীনা সংস্থা vivo কেও নিষিদ্ধ করার দাবি ওঠে দেশের বিভিন্ন প্রান্ত থেকে। এরকম মুহূর্তে ভারতীয় ক্রিকেট বোর্ড আইপিএলের স্পনসর vivo র ভবিষ্যত নিয়ে আলোচনায় বসে। তবে বর্তমানে vivo কেই আইপিএল স্পনসরে রাখা হচ্ছে বলে জানা যায় bcci র তরফ থেকে।বোর্ড সিদ্ধান্ত নেয় আইপিএলে থাকছে চিনা স্পনসরই। আইপিএল গভর্নিং কাউন্সিলের বৈঠকে এমনটাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে রবিবার। ১৯ সেপ্টেম্বর থেকেই শুরু আইপিএল। সৌরভ গঙ্গোপাধ্যায়ের ভারতীয় ক্রিকেট বোর্ডও দাবি করেছিল, আইপিএল স্পনসর চিনা…