25
Feb
ভারতীয় ভার উত্তোলক মীরাবাই চানু শুক্রবার সিঙ্গাপুরে আন্তর্জাতিক ভারোত্তোলনে ৫৫ কেজি ওজন বিভাগে স্বর্ণ জিতে কমনওয়েলথ গেমস ২০২২-এর জন্য যোগ্যতা অর্জন করেছেন। ৫৫ কেজি ওজন শ্রেণিতে প্রথমবার প্রতিদ্বন্দ্বিতা করে, চানু ১৯১ কেজি (৮৬ কেজি ১০৫ কেজি) ভার উত্তোলনে প্রথম হয়েছেন। দ্বিতীয় স্থানে থাকা লিফটার অস্ট্রেলিয়ার জেসিকা সেবাস্টেনকোর সেরা প্রচেষ্টা ছিল ১৬৭ কেজি (৭৭ কেজি ৯০ কেজি), চানুর চেয়ে ২৪ কেজি কম। মালয়েশিয়ার এলি ক্যাসান্দ্রা এঙ্গেলবার্ট ১৬৫ কেজি (৭৫ কেজি ৯০ কেজি) সেরা প্রচেষ্টা নিয়ে তৃতীয় স্থান অর্জন করেছেন। গত বছর ঐতিহাসিক টোকিও গেমসের পারফরম্যান্সের পর এটি চানুর প্রথম প্রতিযোগিতামূলক ইভেন্ট,যেখন তিনি অলিম্পিকে ভারোত্তোলনে ভারতের প্রথম রৌপ্য পদক জিতেছিলেন। ২৭ বছর…