22
Dec
ভারতে ইনস্টাগ্রাম লাইটের একটি নতুন ভার্সনের টেস্টিং শুরু হয়েছে। এই অ্যাপের সাইজ মাত্র ২ এমবি। ডিভাইস, প্লাটফর্ম বা নেটওয়ার্ক নির্বিশেষে এই নতুন ভার্সনের অ্যাপ দেবে উচ্চমানের ইনস্টাগ্রাম এক্সপিরিয়েন্স। প্রথম ‘ফেসবুক ফুয়েল ফর ইন্ডিয়া’ ভার্চুয়াল ইভেন্টে এই ঘোষণা করা হয়েছে। অ্যান্ড্রয়েডের জন্য নির্মিত এই অ্যাপ দেবে আরও বেশি স্পিড, পারফর্ম্যান্স ও রেস্পন্সিভনেস। আপাতত কয়েকটি ফিচার না থাকলেও মূল ইনস্টাগ্রাম অ্যাপের মতো একইরকম অভিজ্ঞতা পাবেন ব্যবহারকারীরা। এই অ্যাপ পাওয়া যাবে বাংলা, গুজরাটি, হিন্দি, কানাড়া, মালয়ালম, মারাঠি, পাঞ্জাবি, তামিল ও তেলুগু ভাষায়। ইনস্টাগ্রাম বিগত কয়েকমাসে একগুচ্ছ নতুন ফিচার চালু করেছে। এবার ভারতে ইনস্টাগ্রাম লাইটের টেস্ট আরম্ভ করা হল। যারা এখনও ইনস্টাগ্রামের অভিজ্ঞতা লাভ…