10
Jan
দীর্ঘ সময় বন্ধ থাকার পর করোনা আবহে চালু হয়েছিল রেল পরিষেবা৷ করোনা আবহে দীর্ঘ লকডাউনে অনেকটাই আয় কমেছিল রেলের৷ লোকসভায় তথ্য পেশ করে সে কথা জানিয়েছে কেন্দ্র৷ এবার চোখ রাঙাচ্ছে ওমিক্রন৷ সংক্রমণ রুখতে বিভিন্ন রাজ্যে লোকাল ট্রেন বন্ধ করে দেওয়া হচ্ছে৷ কোথাও আবার চলছে ৫০ শতাংশ ট্রেন৷ এমতাবস্থায় ঘুরপথে দূরপাল্লার ট্রেনের ভাড়া বাড়াতে চলেছে রেল৷ কিন্তু কী ভাবে? রেল সূত্রে খবর, এবার থেকে টিকিট পিছু ১০ থেকে ৫০ টাকা পর্যন্ত বাড়তি ভাড়া গুণতে হতে পারে যাত্রীদের৷ আগামী দিনে উন্নত স্টেশনগুলিতে অত্যাধুনিক সুযোগ-সুবিধা পেতে এবং স্টেশনের আধুনিকীকরণের জন্য টিকিটের দামের উপর এই অতিরিক্ত টাকা ধার্য করা হবে বলে সূত্রের খবর। এর ফলে…