22
Dec
ইন্ডিগো ৬৫০টিরও বেশি সাপ্তাহিক উড়ানের মাধ্যমে আগরতলা, আইজল, ডিব্রুগড়, ডিমাপুর, গুয়াহাটি, ইম্ফল, জোরহাট ও শিলচর-সহ উত্তরপূর্ব ভারতের আটটি প্রধান শহরকে যুক্ত করেছে। গুয়াহাটি থেকেই সবথেকে বেশি বিমানযাত্রার চাহিদা দেখা যাচ্ছে, যেখান থেকে নন-স্টপ সংযোগ রয়েছে বেঙ্গালুরু, চেন্নাই, দিল্লি, কলকাতা, হায়দ্রাবাদ, মুম্বই, জয়পুরের মতো বড় শহরের সঙ্গে এবং আইজল, আগরতলা, ডিব্রুগড়, জোরহাট, ইম্ফল ও শিলচর-সহ সাতটি উত্তরপূর্বাঞ্চলীয় শহরের সঙ্গে। উত্তরপূর্ব ভারতের সঙ্গে দেশের বাকি অংশের যোগাযোগের সবথেকে ভাল মাধ্যম ইন্ডিগো। উত্তরপূর্বাঞ্চলের যাত্রীদের সঙ্গে দেশের প্রধান মেট্রো শহরগুলির নন-স্টপ বিমান যোগাযোগ ঘটায় ইন্ডিগো, একথা জানিয়ে ইন্ডিগোর চিফ রেভিনিউ অ্যান্ড স্ট্রাটেজি অফিসার সঞ্জয় কুমার বলেন, এই অঞ্চলের উন্নয়নের ব্যাপারে সরকারের নীতির সঙ্গে সমতা…