22
Mar
লক্ষ্য এখন একটাই, আসন্ন লোকসভা নির্বাচন। চারিদিকে ভোটের দামামা বেজে গিয়েছে৷ তৎপরতা তুঙ্গে৷ চলছে জোর কদমে প্রস্তুতি৷ এরই মাঝে নির্বাচনের আগে চমক দিতে তৈরী বিজেপি। চব্বিশের লোকসভা নির্বাচনে ইতিমধ্যেই বাংলায় ১৯টি আসনের প্রার্থীর নাম প্রকাশ করেছে বিজেপি। বাকি ২৩টি আসনেও শীঘ্রই প্রকাশ করা হবে বলে জানিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। এই আবহে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী দাবি করেন, চব্বিশের ভোটে সারা দেশে ৩৭০টি আসনে জয়ী হবে বিজেপি। গতবার ৩০৩টি আসন পেয়েছিল পদ্ম-শিবির। আসন্ন লোকসভা ভোটে বাংলা, তামিলনাড়ু, তেলেঙ্গানায় বিজেপির ভালো ফলাফল নিয়ে আশাবাদী অমিত শাহ। পাঞ্জাবেও পদ্ম-শিবির ভালো রেজাল্ট করবে বলে অনুমান করছেন তিনি। অপরদিকে ওড়িশায় বিজু জনতা দলের সঙ্গে দর কষাকষি…