13
May
মাছের খরা চলছে বর্তমানে। খুব কম মাছ মিলছে নদীতে, তাই এত বেশি দাম। আগে প্রচুর আসত ইলিশ, এখন আসে না। তাই দাম চড়া। সারা বছরের মধ্যে সব চেয়ে বেশি দামে ইলিশ বিক্রি হচ্ছে এখনই। চাঁদপুর সদর উপজেলার হানারচর ইউনিয়নে হরিণা ফেরিঘাট-সংলগ্ন মাছের আড়তে চড়া দামে বিক্রি হচ্ছে ইলিশ-সহ অন্যান্য মাছ। এ আড়তে বর্তমানে ৯০০ গ্রাম ওজনের ১ মন ইলিশ ১ লাখ টাকা দরে বিক্রি হচ্ছে। ব্যবসায়ীরা জানান নদীতে ইলিশ কম এবং আমদানি না থাকায় বাজারদরের এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে। শুক্রবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত এই ঘাটের আড়তে আনা ইলিশের এইরকম দরদাম জানা গিয়েছে। তবে এই ঘাটে সাধারণ ক্রেতার চেয়ে খুচরো…