01
Sep
বালকৃষ্ণ ইন্ডাস্ট্রিজ লিমিটেড (বিকেটি টায়ার্স) আসন্ন ২০২০ সিজনের টি-২০ লিগে ছয়টি টিমের স্পন্সর হতে চলেছে। টিমগুলির নাম – মুম্বই ইন্ডিয়ানস, চেন্নাই সুপার কিংস, দিল্লি ক্যাপিটালস, কিংস XI পাঞ্জাব, কলকাতা নাইট রাইডার্স ও রাজস্থান রয়ালস। ক্রিকেট অস্ট্রেলিয়ার সঙ্গে এক চুক্তি অনুসারে আগে থেকেই বিকেটি খেলার সঙ্গে জড়িয়ে রয়েছে কেএফসি বিগ ব্যাশ লিগের (বিবিএল) প্রতি সমর্থন জুগিয়ে। নিজস্ব কর্পোরেট ফিলসফি অনুসারে বিকেটি খেলার সঙ্গে জড়িত থাকা পছন্দ করে, তা সে ক্রিকেট, ফুটবল বা মনস্টার জ্যামের মতো চমকপ্রদ স্টান্টস হোক না কেন। এই কোম্পানির পূর্বে পার্টনারশিপ ছিল পাটনা পাইরেটস, পুনেরি পল্টন, তামিল থ্যালাইভাস, ইউ মুম্বা, গুজরাট ফরচুন জায়ান্টস, ইউপি যোদ্ধা, দাবাং দিল্লি ও…