31
May
ব্ল্যাক ফাঙ্গাসের চিকিৎসায় নয়া মোড়। ওষুধ আনল IIT হায়দরাবাদ। এই মুহূর্তে দেশে ব্ল্যাক ও অন্যান্য ফাঙ্গাসের চিকিৎসায় Kala-Azar-এর চিকিৎসা পদ্ধতি গ্রহণ করা হয়। এই পরিস্থিতিতে নতুন ওষুধের শীঘ্রই ট্রায়াল প্রয়োজন বলে মনে করছেন অধ্যাপক সপ্তর্ষি চৌধুরি ও Dr. চন্দ্রশেখর শর্মা এবং PhD স্কলার ম্রুণালিনী গাইধানে ও অনিন্দিতা লাহা। গত দুই বছর ধরে এই ওষুধ তৈরির কাজ করছেন তাঁরা। IIT হায়দরাবাদ-এর তৈরি এই ওষুধটি একটি ৬০ এমজি-র ট্যাবলেট। যার দাম পড়বে ২০০ টাকা। এটা রোগী-বান্ধব। কারণ, এটি ধীরে ধীরে শরীরে ছড়িয়ে পড়বে। ফলে, নেফ্রোটক্সিসিটি (কিডনিতে মেডিসিন ও কেমিক্যালের বিরূপ প্রতিক্রিয়া) কমবে। প্রচুর পরিমাণে উৎপাদনের লক্ষে এই প্রযুক্তিকে ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটসের বাইরে…