29
Jun
১৭ অক্টোবর থেকেই সংযুক্ত আরব আমিরশাহীতে শুরু হতে চলেছে টি-টোয়েন্টি ক্রিকেটের বিশ্বযুদ্ধ। আরব আমিরশাহী ও ওমান মিলিয়ে হবে ম্যাচ ভেন্যু। ১৪ নভেম্বর T-20 বিশ্বকাপের ফাইনাল। করোনা পরিস্থিতিতে আইপিএল-এর পর T-20 বিশ্বকাপ টুর্নামেন্টও ভারত থেকে সরিয়ে আরব আমিরশাহীতে করার সিদ্ধান্ত নেয় BCCI। আগামী ১৭ অক্টোবর থেকে সংযুক্ত আরব আমিরশাহীতে আয়োজিত হবে টি-২০ বিশ্বকাপ। এই টুর্নামেন্ট দুটো ভাগে খেলা হবে। একটা খেলবে সংযুক্ত আরব আমিরশাহীতে, আর অন্যটা খেলবে ওমানে।প্রথম রাউন্ডে রয়েছে ১২টি ম্যাচ। মোট আটটা দলের মধ্যে এই ম্যাচগুলো খেলা হবে। এরমধ্যে দুটো গ্রুপের সেরা চারটে দল শেষ ১২-র যোগ্যতা অর্জন করবে। এই আটটা দল হল - বাংলাদেশ, শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড, নেদারল্যান্ডস, স্কটল্যান্ড,…