housing

বাড়ি-বিক্রয় পরিস্থিতির উন্নতি হচ্ছে কলকাতায়

বাড়ি-বিক্রয় পরিস্থিতির উন্নতি হচ্ছে কলকাতায়

২০২০’র তৃতীয় ত্রৈমাসিকে কলকাতায় বাড়ি বিক্রয়ের পরিস্থিতিতে উন্নতি ঘটেছে, যদিও বাজারের বর্তমান অবস্থার কারণে নতুন সাপ্লাইয়ের ক্ষেত্রে যথেষ্ট চাপ রয়েছে। প্রপটাইগার ডট কম সংগৃহিত তথ্য অনুসারে এই কথা জানা গেছে। হাউসিং ডট কম, মকান ডট কম ও প্রপটাইগার ডট কম-এর গ্রুপ সিইও মণি রঙ্গরাজন এপ্রসঙ্গে বলেন, ক্রেতাদের কাছে রিয়াল-এস্টেট এখনও সর্বাধিক স্থায়ীত্বসম্পন্ন সম্পত্তি। তাদের অনেকেই এখন তাদের বাড়ির আপগ্রেড চাইছেন কারণ ‘ওয়ার্ক ফ্রম হোম’ সম্ভবত চলতেই থাকবে। মহারাষ্ট্রের মতো রাজ্য সম্পত্তি কেনাবেচার উপরে স্ট্যাম্প ডিউটি কমিয়ে দিয়েছে, আর্থিক সংস্থাগুলিও ‘হোম লোন ইন্টারেস্ট’ ৭ শতাংশের নীচে নিয়ে এসেছে। ডেভেলপার কমিউনিটি ক্রেতাদের বাড়ি বুক করার জন্য ভার্চুয়াল টুলস ব্যবহারের সুযোগ দিচ্ছে এবং…
Read More