09
Mar
উচ্চমাধ্যমিকের পুরোনো পাঠ্যক্রম পদ্ধতি শেষ হয়ে নতুন পাঠ্যক্রম পদ্ধতি শুরু হতে চলেছে। সেই অনুসারে নতুন পাঠ্য বই প্রকাশের উদ্যোগও শুরু করে দিয়েছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। উচ্চমাধ্যমিকের পাঠ্য পুস্তক যারা প্রকাশ করবেন তারা জানিয়েছেন,' যাঁরা বইটি লিখবেন, তাঁদের কাছেও এটি নতুন। উনারা বই লেখার পর সেটি আবার রিভিউ কমিটি কামিটির কাছে যাবে। একবার সংসদের পর আমরা আবার রিভিউ এর জন্য পাঠাবো। এই সব কাজ হতে কম পক্ষে তিন থেকে সাড়ে তিন মাস সময় লাগবে। শিক্ষা সংসদ এটাও জানিয়েছে,'বই যাতে নির্ভুল হয়, তার জন্য অনেক বেশি সতর্ক থাকতে হবে ছাপানোর সময়ে। ফলে তাড়াহুড়ো করা যাবে না। নতুন বই তিন মাসে বাজারে আনার…