“Heart patients

কোভিড নিরাময়ের পর কার্ডিয়াক চেক-আপ জরুরি

কোভিড নিরাময়ের পর কার্ডিয়াক চেক-আপ জরুরি

কোভিড-১৯’এর কবল থেকে মুক্ত হচ্ছেন যারা তাদের মধ্যে হৃদরোগীদের বাড়তি সতর্ক হওয়া প্রয়োজন। অ্যাপোলো হসপিটালস গুয়াহাটির ইন্টারভেনশনাল কার্ডিয়োলজিস্ট ডাঃ ঋতুপর্ণা বড়ুয়ার পরামর্শ হল, কোভিড পজিটিভ হওয়া সব হার্টের রোগীদেরই নিরাময়ের পর হার্ট চেক-আপ করা দরকার, যাতে ভাইরাস ঘটিত কোনও সাইড-এফেক্ট থাকলে তার চিকিৎসা করা যায়। জটিলতাযুক্ত বা দেরীতে নির্ণয়ের কারণে কোভিড-১৯ জনিত অসুস্থ হার্ট পরবর্তীকালে ‘সাডেন কার্ডিয়াক অ্যারেস্ট’ ডেকে আনতে পারে। ডাঃ ঋতুপর্ণা বড়ুয়া বলেন, পজিটিভ হওয়া হার্টের রোগীদের খুবই সতর্ক থাকা প্রয়োজন, কারণ দেখা গেছে কার্ডিয়োভাস্কুলার রোগে ভুগতে থাকা রোগীদের ক্ষেত্রে কোভিড-১৯ জটিল উপসর্গ সৃষ্টি করতে ও বিপজ্জনক ফলের কারণ হয়ে উঠতে পারে। এজন্য কোভিড-১৯ থেকে মুক্ত হওয়ার পর…
Read More