Health and Wellbeing

রিউম্যাটোলজি সপ্তাহে সচেতনতা

রিউম্যাটোলজি সপ্তাহে সচেতনতা

রিউম্যাটিক ডিজিজের কারণে পুরুষ ও মহিলা উভয়েরই আয়ু হ্রাস পায়। এই রোগ শুধু বেদনা ও অক্ষমতা ডেকে আনে তা নয়। ভারতের খ্যাতনামা রিউম্যাটোলজিস্টগণএবিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তাঁদের উদ্বেগের অন্যতম কারণ হল, রিউম্যাটিক ডিজিজ চিকিৎসার জন্য পর্যাপ্ত সংখ্যক বিশেষজ্ঞের অভাব রয়েছে, যার ফলে এদেশের এক-চতুর্থাংশ মানুষঅসুবিধার শিকার হন। ইন্টিগ্রেটেড হেলথ অ্যান্ড ওয়েলবিয়িং কাউন্সিলের (আইএইচডব্লিউ) সহযোগিতায় ইন্ডিয়ান রিউম্যাটোলজি অ্যাসোসিয়েশন (আইআরএ) আয়োজিত ভার্চুয়াল পন্থায় রিউম্যাটোলজি সপ্তাহ পালনের উদ্বোধন উপলক্ষে সমবেত হয়ে নিজেদের অভিমত ব্যক্ত করেছেন বিশেষজ্ঞরা। তাঁরা তিনটি প্রধান রিউম্যাটোলজিক ডিজিজের প্রতি সকলের দৃষ্টি আকর্ষণ করেছেন। সেগুলি হল - রিউম্যাটয়েড আর্থ্রাইটিস, অ্যাঙ্কিলোসিং স্পন্ডিলাইটিস ও সিস্টেমিক লুপাস এরিথিমেটাস (এসএলই)। রিউম্যাটিক ডিজিজগুলিকে প্রধানমন্ত্রীর আয়ুষ্মান ভারত…
Read More