18
Jan
সংস্থার কর্মীদের স্বাস্থ্যের কথা মাথায় রেখে এবার নতুন উদ্যোগ নিল ফুড ডেলিভারি প্লাটফর্ম জ্যোম্যাটো (Zomato) । এবার কোম্পানি নিয়ে এল 'ক্যাপটিভ ওয়েলনেস ফ্যাসিলিটি' (Captive Wellness Facility) । যাতে উপকৃত হবে সংস্কার ফুড ডেলিভারি বয়রা (Food Delivery)। Zomato তার কর্মীদের জন্য এমন একটি পদক্ষেপ নিয়েছে, যা সাধুবাদ পাচ্ছে সামাজিক মাধ্যমে। সংস্থার সিইও দীপিন্দর গোয়েল এই খবর নিশ্চিত করেছেন। Zomato একটি নতুন 'ক্যাপটিভ ওয়েলনেস ফ্যাসিলিটি' চালু করেছে, যার মাধ্যমে কর্মী এবং তাদের পরিবারের সদস্যদের ক্রায়োথেরাপি, রেড লাইট থেরাপি এবং হাইপারবারিক অক্সিজেন থেরাপির মতো আধুনিক চিকিৎসা সুবিধা দেওয়া হবে। তার অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে একটি পোস্ট শেয়ার করে গয়াল লিখেছেন, "আমরা Zomato-তে আমাদের গ্রুপের…