22
Dec
আচমকাই অগ্নিকাণ্ডের ঘটনা হলদিয়াতে। হলদিয়া তেল সংশোধনাগারে বিধ্বংসী আগুন। অগ্নিদগ্ধ হয়ে কমপক্ষে ৩ জনের মৃত্যু হয়েছে বলে দাবি হলদিয়া পুরসভার চেয়ারম্যানের। বিধ্বংসী অগ্নিকাণ্ডে গুরুতরভাবে আহত হয়েছেন অন্তত ৪৪ জন শ্রমিক। তাঁদের মধ্যে ১৭ জনকে গ্রিন করিডর করে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ তাঁদের শরীরের ৪০ থেকে ৮০ শতাংশ পুড়ে গিয়েছে বলে হাসপাতাল সূত্রে খবর৷ জানা গিয়েছে, মক ড্রিলের পর নতুন করে কাজ শুরু হতেই এই দুর্ঘটনাটি ঘটে৷ এই ঘটনায় এখনও হলদিয়া পেট্রোকেমের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ভয়াবহ দুর্ঘটনায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে টুইট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ তিনি লেখেন, ‘তিনটি মূল্যবান প্রাণ হারিয়ে গেল৷ তাঁদের পরিবারের প্রতি সমবেদনা জানাই৷’…