hair

চাল ধোঁয়া জল চুলকে ঘন করে তোলে? নাকি চুল ওঠার কারণ এটি?

চাল ধোঁয়া জল চুলকে ঘন করে তোলে? নাকি চুল ওঠার কারণ এটি?

চুলের যত্নে চাল ধোঁয়া জলের কথা আমরা অনেকেই জানি এটি একটি প্রাচীন প্রন্থা। কিন্তু এই চাল ধোঁয়া জল সত্যিই কী চুলের জন্য উপকারী? নাকি এর থেকে হতে পারে ভয়ানক বিপদ? দেখুন কী বলছে বিশেষজ্ঞরা। গবেষকরা বলছেন, চাল ধোয়া জলে থাকে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন বি, সি, আই, ফলিক অ্যাসিড এবং কিছু পরিমাণ ম্যাগনেশিয়ামও। চাল ধোয়া জল রোজ ব্যবহার করলে ঘন হয় চুল, আরও মজবুত হয়ে ওঠে চুল। পাশাপাশি আরও দ্রুত বৃদ্ধি পায় চুল। কীভাবে ব্যবহার করবেন? চালের ময়লা, ধুলো গুলো ভালো করে পরিস্কার করে নিন। এরপর সেই পরিস্কার চাল প্রায় ১২ ঘণ্টা ভিজিয়ে রাখুন একটি পাত্রে। এরপর স্নান করার সময় সেটি…
Read More