04
May
শিলিগুড়িতে এসে গেল গ্রীনল্যাম ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ফ্ল্যাগশিপ ব্র্যান্ড ‘ডেকোউড ভিনিয়ার্স’ ও ‘মিকাসা ফ্লোর্স’। শিলিগুড়ির সেভক রোডের জেম হাউসে ‘শ্রীশ্যাম প্লাই অ্যান্ড ডেকর’ শোরুমে প্রদর্শিত হবে ‘ডেকোউড ভিনিয়ার্স’ ও ‘মিকাসা ফ্লোর্স’ এক্সক্লুসিভ প্রোডাক্টস রেঞ্জ। শোরুমটির উদ্বোধন করেন জলপাইগুড়ি গ্লাস হাউসের কর্ণধার সুভাষ চৌধারি। এই শোরুমটিই শিলিগুড়ি শহরে প্রথম এক্সক্লুসিভ ডিসপ্লে সেন্টার, যেখানে গ্রাহকরা নানাধরণের প্রোডাক্টের সম্ভার থেকে তাদের পছন্দের পণ্য বেছে নিতে পারবেন। উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আর্কিটেক্ট, ইন্টেরিয়র ডিজাইনার ও ডিলারগণ। মিকাসা ফ্লোর্সের প্রোডাক্টস রেঞ্জে রয়েছে ফ্লোরের জন্য ১০০টিরও বেশি ডিজাইন ও স্টাইলের অভিনব পণ্য। ডেকোউডের রেঞ্জে রয়েছে ২০০টিরও বেশি ধরণের লেটেস্ট ডিজাইনের ভিনিয়ার্স। গ্রীনল্যাম ইন্ডাস্ট্রিজ লিমিটেডের জোনাল হেড, ইস্ট…