09
Aug
আবার একবার চলতি বছরে গুগল বিভ্রাট। ব্যাহত সার্চ ইঞ্জিন, গুগল ম্যাপের মতো একাধিক পরিষেবা। আর তার জেরে মঙ্গলবার সকাল সকাল অসুবিধায় পড়লেন গুগলের কমপক্ষে ৪০ হাজার গ্রাহক। জানা যাচ্ছে, এদিন সকালে Google Maps, Google Photos, Google Drive, Google Duo, GMail ও YouTube এর মত গুগলের জনপ্রিয় কিছু পরিষেবা হঠাৎই বন্ধ হয়ে যায়। প্রথমে ইন্টারনেটের সমস্যা মনে হলেও পরে আসল ঘটনাটি বোঝা যায়। মঙ্গলবার ভারতীয় সময় সকাল ৬:৩৭ থেকে এই সমস্যা শুরু হয়। Downdetector ওয়েবসাইটে জানানো হয়েছে সকাল ৭:০৭ পর্যন্ত ৪১,০০০- এরও বেশি অভিযোগ জমা পড়েছে। এরপর সকাল ৭:২২ থেকে ফের পরিষেবা স্বাভাবিক হয় বলে খবর। অন্যদিকে এই ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার সকাল থেকেই রীতিমতো হইহই পড়ে যায় চতুর্দিকে। সার্চ সহ কোম্পানির একাধিক পরিষেবা…