06
May
সপ্তাহের শুরুতেই সুখবর সকলের জন্য। কমল সোনার দাম। সামনেই অক্ষয় তৃতীয়া। অনেকেই এদিন সোনা কেনা শুভ বলে মনে করেন। অক্ষয় তৃতীয়ায় প্রচুর মানুষ অল্প হলেও সোনা কিনে থাকেন। আপনারও এরকম কোনও পরিকল্পনা থাকলে অবশ্যই নজর রাখুন সোনার দরে। সোনার দামে ওঠানামা লেগেই থাকে। তবে সম্প্রতি যে হারে বেড়ে গিয়েছে সোনার দাম যার জেরে সোনার গয়না কেনা এখন প্রায় নাগালের বাইরে। তাও বিনিয়োগের কথা উঠলে সবার আগে সাবেকি সোনা-রুপোর প্রসঙ্গই উঠে আসে। তার পাশাপাশি বিয়ের বা যে কোনও শুভ অনুষ্ঠানের ক্ষেত্রে সোনার কোনও বিকল্প হয় না। যদি সোনা আর রুপোয় বিনিয়োগ করতেই হয়, তার দাম সবার আগে মাথায় রাখা জরুরি। কারণ…