05
Dec
চা বাগান শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে যে বিগত তিন ডিসেম্বরের নিষ্ফলা ত্রিপাক্ষিক বৈঠক নিয়ে ক্ষোভ উগড়ে দিল জয়েন্ট ফোরাম। অবিলম্বে ফের ত্রিপাক্ষিক বৈঠক ডেকে মজুরি নির্ধারণ না হলে বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়ার হুংকার দিয়ে রাখলেন নেতারা।দীর্ঘদিন ধরে চাবাগানের শ্রমিকদের ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবি জানিয়ে আসলেও ত্রিপাক্ষিক বৈঠক সফল হচ্ছে না। এতে এদিন জলপাইগুড়ির বিভিন্ন চাবাগানের সামনে গেট মিটিং করল যৌথ মঞ্চ। জয়েন্ট ফোরামের অভিযোগ, ১৪টি বৈঠক হলো শ্রমিক মালিক তাদের প্রস্তাব জমি দিয়েছে কিন্তু সরকার ন্যুনতম মজুরি ঠিক করে জানাচ্ছে না।গত ৩ ডিসেম্বর ত্রিপাক্ষিক বৈঠক ডাকা হয় তিন দিন আলোচনা হবে বলে জানানো হয় কিন্তু চার ঘন্টা আলোচনার পর সরকার…