ganesh chaturthi

গণেশ পুজো উদ্বোধনে পর্যটনমন্ত্রী গৌতম দেব

গণেশ পুজো উদ্বোধনে পর্যটনমন্ত্রী গৌতম দেব

দেশে চলছে করোনা মহামারি । শিলিগুড়িতে ও সংক্রমণ বাড়ছে উত্তরোত্তর ।তাই নমো নমো করে হচ্ছে শিলিগুড়ির গণেশ পুজোগুলি । শিলিগুড়িতে বেশ কয়েকবছর থেকে শিলিগুড়ির কলেজপাড়া গণেশ পুজা কমিটি নজরকাড়া পুজো করে আসছে ।কিন্তু এবার করোনা আবহে কোনোমতে হচ্ছে পুজো । এই গণেশ পূজা উদ্বোধন করলেন রাজ্যের পর্যটনমন্ত্রী গৌতম দেব । এদিন গৌতম দেব প্রদীপ প্রজ্জলনের মধ্য দিয়ে পূজোর শুভ সূচনা করেন ।ক্লাব সূত্রে জানা গেছে কোভিড বিধিনিষেধ মেনে পুজোর সূচনা হলো । এবং পুরো অনুষ্ঠান করোনার বিধিনিষেধ মেনেই চলবে ।এদিন উপস্থিত পর্যটনমন্ত্রী গৌতম দেব মাস্ক পড়ে পুজোয় অংশগ্রহণ করেন ।
Read More
করোনা ও লকডাউনে ম্লান গণেশ পুজো

করোনা ও লকডাউনে ম্লান গণেশ পুজো

গত কয়েকবছর ধরেই ধুমধাম করে পালিত হত গণেশ চতুর্থী । বড়ো বড়ো প্যান্ডেল, আলোকসজ্জা, ভোগ, বিসর্জনে বাঙালি দুর্গাপূজার আগে যেন আরেক উৎসবে মেতে উঠত । দুর্গোৎসবের মাত্র দেড় দুমাস আগে দম ফেলার সময় পেত না ডেকোরেটার্সরা । গত কয়েক বছর ধরেই শিলিগুড়িতে বিধান মার্কেট গণেশ পুজো কমিটি, এয়ারভিউ মোড় পুজো কমিটি, কলেজ পাড়া গণেশ পুজো কমিটি শহরে দাগ কেটে নিয়েছিল । কার্যত গণেশ পুজোর মধ্য দিয়েই শিলিগুড়িতে শুরু হয়ে যেত উৎসব মরসুমের সূচনা ।বিধান মার্কেট, সেবক রোড হিলকার্ট রোড,শালবাড়িতে বিগ বাজেটের পুজো গুলোতে চলত ভোজের আয়োজন ।কিন্তু করোনা পরিস্থিতিতে তছনছ সব । এবার নম নম করে সারতে হচ্ছে সিদ্ধিদাতার পুজো…
Read More