ganesh acharjee

৯৮ কেজি ওজন কমিয়ে তাক লাগালেন কোরিওগ্রাফার গণেশ

৯৮ কেজি ওজন কমিয়ে তাক লাগালেন কোরিওগ্রাফার গণেশ

নিজের শরীরের প্রায় ওকে ক্যুইন্টাল ওজন কমিয়ে ফেললেন বলিউড কোরিওগ্রাফার গণেশ আচার্য। শুনতে অবিশ্বাস্য হলেও এমনটাই অসাধ্য সাধন করেছেন এই বিশালদেহী কোরিওগ্রাফার ।৯৮ কেজি ওজন কমিয়ে গণেশ আচার্য এখন বিনোদন জগতে চর্চার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছেন। দ্য কপিল শর্মা শো-তে গণেশ অতিথি হয়ে এসেছিলেন। সেখানেই তাঁর এই নয়া অবতার দেখে অবাক দর্শকেরা। এই শো-তে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন ড্যান্স কোরিওগ্রাফার গীতা কাপুর এবং টেরেন্স ল্যুইস। শো-এর হোস্ট কপিল, গণেশকে তাঁর নতুন লুকস নিয়ে জিজ্ঞাসা করেন যে এর আগে তাঁর কত ওজন ছিল? উওরে কোরিওগ্রাফার জানান, এর আগে তাঁর ওজন ছিল ২০০ কেজি। দীর্ঘ দিন শরীর চর্চা করে তিনি ৯৮ কেজি ওজন…
Read More