FTTI

পুণে ফিল্ম ইনস্টিটিউট  সোসাইটির নতুন সভাপতি হলেন  শেখর কাপুর

পুণে ফিল্ম ইনস্টিটিউট সোসাইটির নতুন সভাপতি হলেন শেখর কাপুর

ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট অফ ইন্ডিয়া তথা পুণে ফিল্ম ইনস্টিটিউট  সোসাইটির নতুন সভাপতি হিসেবে নিযুক্ত হলেন পরিচালক ও প্রযোজক শেখর কাপুর। এর পাশাপাশি FTII-এর গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যানও হলেন শেখর। হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রি বরাবরই আলাদা জায়গা করে রেখেছেন শেখর কাপুর ৷ তার প্রত্যেকটি ছবিই অন্যান্য পরিচালকের ছবি থেকে এতটাই পৃথক যে, ছবির দুনিয়ার নিজের এক ঘরানা বানিয়ে ফেলেছিলেন শেখর ৷ সিনেমায় শেখর কাপুরের কেরিয়ার শুরু জান হাজির হ্যায় সিনেমা দিয়েই ৷ তবে ১৯৮৩ সালে মুক্তি পাওয়া মাসুম ছবি তাঁকে স্পটলাইটে নিয়ে আসে ৷ মাসুম ছবির হাত ধরেই বলিউডে আলাদা পরিচয় পান শেখর কাপুর ৷ এরপর আর পিছনে ফিরে তাকারে হয়নি শেখর…
Read More