fraud

শহরে ফের পুলিস সেজে ‘প্রতারণা’, গ্রেফতার প্রাক্তন সিভিক ভলান্টিয়ার

শহরে ফের পুলিস সেজে ‘প্রতারণা’, গ্রেফতার প্রাক্তন সিভিক ভলান্টিয়ার

শহরে ফের পুলিস সেজে 'প্রতারণা'। অভিযুক্তকে গ্রেফতার করলেন লালবাজারের গোয়েন্দারা। সে আবার একসময়ে সিভিক ভলান্টিয়ারের চাকরি করত বলে জানা গিয়েছে। ঘটনাটি ঠিক কী? পুলিস সূত্রে খবর, ধৃতের নাম সুমন ভৌমিক। একসময় কলকাতা পুলিসে সিভিক ভলান্টিয়ার পদে চাকরি করত সে। অথচ নিজেকে পুলিসের পদস্থ আধিকারিক হিসেবে পরিচয় দিত বলে অভিযোগ। শুধু তাই নয়, ভুয়ো টেন্ডারের মাধ্যমে ব্যবসায়ীর কাছ থেকে আবার নাকি ৪৮ লক্ষ টাকা হাতিয়েও নিয়েছে সুমন! অভিযোগ পাওয়ার পর তত্‍পর হন লালবাজারে গোয়েন্দারা। গ্রেফতার করা হয় 'প্রতারক'-কে।
Read More