13
Oct
লকডাউনে ধুঁকছে অর্থনীতি । তা শহরের হোক কিংবা গ্রামের । গ্রামীণ অর্থনীতিকে চাঙ্গা করতে মালদায় মাছ চাষীদের মাছের চারা বিলি করল জেলা মৎস্য দপ্তর । "জল ধরো জল ভরো" প্রকল্পে মাধ্যমেই এই মাছের চারা বিলি করা হয় পুরাতন মালদা পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে। জানা গেছে , পুরাতন মালদার ব্লকের ৬টি গ্রাম পঞ্চায়েতের ২০০ বেনিফিশিয়ারিকে এক হাজার মাছের চারা বিলি করা হয়েছে । উপস্থিত ছিলেন পুরাতন মালদা পঞ্চায়েত সমিতির সভাপতি মৃণালিনী মন্ডল মাইতি, সহ-সভাপতি হারেজ আলী, জেলা মৎস্য দপ্তরের আধিকারিক তাপস সাহা, সংশ্লিষ্ট দপ্তরের ব্লক আধিকারিক অসীম কুমার ঘোষ প্রমুখ। আগামী দিনে নিজেদের উপার্জনের ক্ষেত্রে স্বাবলম্বী হতে এই উদ্যোগ, এমনটাই জানানো…