firstagniva

শিলিগুড়ি টেকনো স্কুলে বিজ্ঞানে প্রথম অগ্নিভ গুহ ঠাকুরতা

শিলিগুড়ি টেকনো স্কুলে বিজ্ঞানে প্রথম অগ্নিভ গুহ ঠাকুরতা

শিলিগুড়ি টেকনো গ্রুপ অফ স্কুলে বিজ্ঞান বিভাগে 97.8% নম্বর পেয়ে প্রথম স্থান লাভ করেছে অগ্নিভ গুহ ঠাকুরতা।স্কুলের প্রিন্সিপাল ডঃ নন্দিতা নন্দী এখবর আমাদের সংবাদ মাধ্যমকে জানিয়েছেন যে,বিদ্যালয়ে বিজ্ঞান বিভাগে 8 জনের বেশি ছাত্র 95 এর বেশি নম্বর পেয়েছে।প্রথম হয়েছে বিদ্যালয়ের ছাত্র অগ্নিভ গুহ ঠাকুরতা।সঙ্গে কমার্সে প্রথম হয়েছে শুভ্রজ্যোতি ঘোষ। সে 96.2 পেয়ে বিদ্যালয়ের সম্ভাব্য প্রথম হয়েছে বাণিজ্য বিভাগে।হিউমিটিসে প্রথম হয়েছে আয়াস দাস।ছাত্রদের এই সাফল্যে খুশি স্কুলের শিক্ষকরা।
Read More