03
Dec
চুরি করার পর পরিত্যক্ত গুদামে আগুন ধরিয়ে দিয়ে পালাল চোর। বুধবার গভীররাতে শিলিগুড়ির দুই মাইলে একটি পরিত্যক্ত গুদামে আগুন লাগার ঘটনাটি দেখতে পেয়ে স্থানীয়রা দ্রুত দমকলবাহিনীকে খবর দেন । জানা গিয়েছে দীর্ঘদিন ধরে পরিত্যক্ত ওই গুদামঘর দুষ্কৃতী ও নেশাগ্রস্থদের আড্ডাস্থল হয়ে উঠেছিল।ঘটনার খবর পেয়ে দমকলের একটি ইঞ্জিন দিয়ে দীর্ঘ করার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। স্থানীয়দের অভিযোগ বিগত কয়েক বছর ধরেই বন্ধ এই গোডাউনে তবে অন্ধকারে সুযোগ নিয়ে মাঝেমধ্যেই পরিত্যক্ত গোডাউনে হানা দেয় চোর ও নেশাগ্রস্তরা। বুধবার গভীর রাতে গোডাউনে চুরি করতে এসে সামগ্রিক চুরি করে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায় বললে প্রাথমিক অনুমান।ঘটনাস্থলে দমকলবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে বলে জানা…