18
Dec
গভীর রাতে ভয়াবহ অগ্নিকান্ডে পুড়ে ছাই হয়ে গেল ধুপগুড়ি বাজারের একাধিক দোকান। জানা গেছে বৃহস্পতিবার গভীররাতে ধুপগুড়ি বাজারের কাপড়হাটিতে আগুন লাগে। রাতেই ভয়াবহ আগুন দেখতে পেয়ে প্রতিবেশীরা দমকলবাহিনীকে খবর দেয়। জানাগেছে আগুনের এতটাই ছড়িয়ে পড়ে যে জলপাইগুড়ি, ধুপগুড়ি, ময়নাগুড়ি থেকে সাতটি ইঞ্জিন এনে আগুন নেভানোর কাজ শুরু করে দমকলকর্মীরা। আগুন লাগার কারন এখনো জানা যায়নি। তবে অনুমান শট সার্কিট থেকে আগুন লাগতে পারে। দোকানদারদের দাবি এই অগ্নিকান্ডে বাজারের প্রায় ৩০ টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। ক্ষতির পরিমাণ প্রায় ১০ কোটি বলে দাবি বাজারের ব্যবসায়ীদের। এদিন আগুনের ঘটনা জানতে পেরেই ঘটনাস্থল পরিদর্শনে ছুটে আসেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ।