FCI New Coochbehar

এফসিআই গোডাউনের অস্থায়ী কর্মীদের ছাঁটাইয়ের প্রতিবাদে ধর্ণা ও বিক্ষোভ প্রদর্শন

এফসিআই গোডাউনের অস্থায়ী কর্মীদের ছাঁটাইয়ের প্রতিবাদে ধর্ণা ও বিক্ষোভ প্রদর্শন

কোচবিহার: বিগত ১০ বছর ধরে নিউ কোচবিহারে অবস্থিত কেন্দ্রীয় সরকারের ফুড সাপ্লাই অফিসের গোডাউনে অস্থায়ী কর্মী হিসেবে কাজ করে আসছেন প্রায় 48 জন কর্মী। কিন্তু হঠাৎ গতকাল তাদের সেখান থেকে ছাঁটাই করা হয় বলে অভিযোগ। জানা গিয়েছে নিউ কোচবিহারে অবস্থিত ফুড সাপ্লাই গোডাউনে গত ১০ বছর ধরে নিরন্তর কাজ করে আসছেন 48 জন অস্থায়ী কর্মী। তবে হঠাৎ এই ভাবে কিছু না জানিয়ে তাদের ছাঁটাই করে দেওয়ায় তারা সকলেই দিশেহারা হয়ে পড়েছেন। এই ছাঁটাইয়ের বিরোধিতায় এদিন তারা এফসিআই গোডাউনের গেটের সামনে ধর্ণায় বসে পড়েন। এই বিষয়ে অস্থায়ী কর্মী রণজিৎ রায় বলেন,আমরা গত ১০ বছর ধরে এখানে আছি। করোনাতেও এখানে ডিউটি করেছি।…
Read More