26
May
কেন্দ্রের কৃষি আইন বাতিলের দাবি জানিয়ে সারাদেশের সঙ্গে মালদাতে পালিত হলো কালা দিবস। বুধবার দুপুরে পুরাতন মালদা মঙ্গলবাড়ী এলাকায় সংযুক্ত কিষান মোর্চার ডাকে কৃষকদের স্বার্থের কথা ভেবেই এই কালা দিবস পালন করা হয়। এদিন জাতীয় সড়কের ধারে ওই সংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ প্রদর্শন করেন। পাশাপাশি এদিনের বিক্ষোভ প্রদর্শনের মধ্যে বিদ্যুতের সংশোধনী বিল প্রত্যাহার, কৃষি আইন বিল প্রত্যাহার সহ বিভিন্ন বিষয়গুলি তুলে ধরা হয়। এদিন সংগঠনের ঝান্ডা হাতে নিয়ে জাতীয় সড়কের ধারে সারিবদ্ধ ভাবে দাঁড়িয়ে দলের নেতাকর্মীরা প্রায় এক ঘন্টা ধরে বিক্ষোভ কর্মসূচি করেন। যেখানে ফসলের ন্যূনতম সহায়ক মূল্য দাম নির্ধারিত করার দাবি তোলা হয়। এদিনের এই বিক্ষোভ কর্মসূচির মধ্যে সিপিএমের কৃষক…