28
Apr
গ্লেনমার্ক ফার্মাসিউটিক্যালস লিমিটেড ইউরোপিয়ান ইউনিয়নের ১৭টি দেশে তাদের উদ্ভাবনী ন্যাজাল স্প্রে’র বিপণনের অনুমোদন সংক্রান্ত আবেদন প্রক্রিয়ার সমাপ্তি পর্বে পৌঁছেছে। অস্ট্রিয়া, বেলজিয়াম, চেক রিপাবলিক, জার্মানি, ডেনমার্ক, স্পেন, ফিনল্যান্ড, ফ্রান্স, আয়ারল্যান্ড, ইটালি, নেদারল্যান্ডস, নরওয়ে, পোল্যান্ড, রোমানিয়া, স্লোভাকিয়া, সুইডেন ও ইউকে’তে শীঘ্রই পাওয়া যাবে গ্লেনমার্কের উদ্ভাবনী ন্যাজাল স্প্রে ‘রায়ালট্রিস’। রায়ালট্রিস হল গ্লেনমার্কের তৈরি এক অভিনব ফিক্সড-ডোজ কম্বিনেশন (অ্যান্টি-হিস্টামিন ও স্টেরয়েড) ন্যাজাল স্প্রে, যা ১২ বৎসরের উর্ধের রোগীদের অ্যালার্জিক রাইনাইটিস উপসর্গের চিকিৎসায় ব্যবহৃত হয়। কিছু নির্বাচিত বাজারে গ্লেনমার্ক নিজস্ব উদ্যোগে রায়ালট্রিসের বানিজ্যিকীকরণ করবে। এছাড়া, গ্লেনমার্কের সঙ্গে এক এক্সক্লুসিভ লাইসেন্সিং এগ্রিমেন্ট অনুসারে ফ্রান্স, ইটালি, স্পেন ও বল্কান রিজিয়নের মতো দেশগুলিতে বাণিজ্যিকীকরণের পুরোভাগে থাকবে মেনারিনি গ্রুপ।…