12
Jan
বেশ কিছুদিন হলো তার মৃত্যু হলেও এই ঘটনাকে এখনো অনেকেই মেনে নিতে পারেনি৷ শুটিং সেটের শেটের শৌচালয়ে গলায় ফাঁস লাগানোর পরেও নিজেকে সম্পূর্ণ ভাবে শেষ করতে পারেননি অভিনেত্রী তুনিশা শর্মা৷ সহকর্মীরা যখন তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান, তখনও শ্বাস পড়ছিল তাঁর৷ কিন্তু, দূরের হাসপাতালে নিয়ে যাওয়ার জন্যই মৃত্যু হয়েছে তাঁর৷ এমনটাই দাবি তুনিশার মা বনিতা শর্মার৷ অন্য দিকে, শীজানের পরিবারের দাবি, বিনা দোষেই ফাঁসানো হচ্ছে শীজানকে৷ তুনিশার সঙ্গে তাঁর মায়েরই সম্পর্ক ভাল ছিল না। তুনিশার উপার্জনের সব টাকা ওঁর মা কুক্ষিগত করে রাখতেন বলে দাবি করেছেন শীজানের আইনজীবী। শীজানের পরিবারের দাবি খারিজ করে বনিতার দাবি, ‘‘মেয়ে আমার কাছে কী ছিল, সেটা লোকের কাছে ব্যাখ্যা…