04
Oct
নতুন চমক নিয়ে আসছেন পরিচালক জে গনভেল। তামিল সুপারস্টার এবং বলিউড শাহেনশাহের সমন্বয়। তার পরবর্তী সিনেমা 'থালাইভার ১৭০'-এ ভারতীয় সিনেমার দুই সুপারস্টার রজনীকান্ত এবং অমিতাভ বচ্চনকে একসঙ্গে দেখা যাবে। খবর এনডিটিভির। রজনীকান্তের এই সিনেমার ঘোষণা আগেই দিয়েছিলেন নির্মাতারা। এরপর একে একে প্রকাশ পায় এই সিনেমার অভিনেতারা। গতকাল (৩ অক্টোবর) বড় চমক হিসেবে ঘোষণা করা হয় অমিতাভ বচ্চনের নাম। ছবির প্রযোজনা সংস্থা লাইকা প্রোডাকশন এক্স (আগের টুইটার) অমিতাভ বচ্চনের একটি ছবি পোস্ট করে লিখেছেন, 'আমাদের দলে বলিউডের শাহেনশাহকে স্বাগতম। অমিতাভ বচ্চনের সাথে, 'থালাইভার ১৭০' নতুন উচ্চতায় পৌঁছেছে।' রজনীকান্ত ও অমিতাভ বচ্চন একসঙ্গে বেশ কয়েকটি ছবিতে কাজ করেছেন। তাদের শেষ দেখা গিয়েছিল…