duplicatelicer

নাগরাকাটার ট্রাক বোঝাই নকল মদ সহ তিনজনকে গ্রেফতার

নাগরাকাটার ট্রাক বোঝাই নকল মদ সহ তিনজনকে গ্রেফতার

গোপন সুত্রে খবর পেয়ে মঙ্গলবার নাগরাকাটার জাতীয় সড়কে একটি ধাবার সামনে থেকে ট্রাক বোঝাই নকল মদ সহ তিনজনকে গ্রেফতার করল নাগরাকাটা থানার পুলিশ।এদিন ওসি সঞ্জু বর্মনের নেতৃত্বে এই অভিযান চালিয়ে প্রায় দশ লক্ষ টাকা মুল্যের বে আইনি মদ বাজোয়াপ্ত করা হয়েছে। জানা গিয়ে ওসি সঞ্জু বাবু জানতে পারেন মেঘালয় থেকে একটি ট্রাক বোঝাই বে আইনি মদ বিহারে পাচার করার উদ্দেশ্যে রওনা দিয়েছে। সেই খবর আসতেই সঞ্জু পুলিশ বাহিনী নিয়ে বাবু জাতীয় সড়কে নাকা চেকিং শুরু করে ।এরপরই ঐ ট্রাকটিকে ধরে ফেলেন সঞ্জু বাবু ।সাথে তিনজনকে গ্রেফতার করা হয় । তিনজনকেই এদিন জলপাইগুড়ি কোর্টে চালান করা হয়েছে বলে জানান সঞ্জু বাবু।
Read More