ditributed tree sanitizer

অন্যভাবে রাখী বন্ধন কর্মসূচি পালন করল শিলিগুড়ি ভক্তিনগর থানার পুলিশ

অন্যভাবে রাখী বন্ধন কর্মসূচি পালন করল শিলিগুড়ি ভক্তিনগর থানার পুলিশ

এবারের করোনার আতঙ্কে অন্যভাবে রাখী বন্ধন কর্মসূচি পালন করল শিলিগুড়ি ভক্তিনগর থানার পুলিশ।রাস্তায় পথ চলতি মানুষজনদের মাস্ক,স্যানিটাইজার ও গাছ বিতরণ করে রাখী বন্ধন উৎসব পালন করছে পুলিশকর্মীরা। সোমবার ভক্তিনগর ট্রাফিক গার্ডের তরফ থেকে ট্রাফিক অফিসের সামনে সাধারণ মানুষেদের ৫০০ চারা গাছ বিতরণ করা হয়। এর পাশাপাশি করোনা আবহে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার দেওয়া হয়।
Read More