16
Jul
রাজ্যে প্রবেশ করেছে বর্ষা। বর্ষার মরশুমের মাঝেই রাজ্যে দেখা দিয়েছে নিম্নচাপ। বিগত বেশ কয়েকদিন ধরেই বিক্ষিপ্তভাবে বৃষ্টি হচ্ছে রাজ্যের বিভিন্ন জায়গায়। এরইমাঝে নিম্নচাপ আর কটালের জোড়া ফলায় বানভাসি দিঘা। বঙ্গোপসাগরের উপর দিয়ে বইছে ঝোড়ো হাওয়া৷ দিঘার সমুদ্র থেকে উত্তাল ঢেউ আছড়ে পড়ছে তটসংলগ্ন রাস্তায়। সমুদ্রের নোনা জলে ডুবেছে দিঘার রাস্তাঘাট। জল ঢুকে পড়েছে তট সংলগ্ন অন্তত ৩৫টি হোটেলে। প্রশাসন সূত্রে খবর, বুধবার গুরুপূর্ণিমার দিন থেকেই সমুদ্রের চেহারা পাল্টাতে শুরু করে। ফুঁসতে থাকে সাগর৷ শুক্রবার তা আরও ভয়ঙ্কর রূপ নেয়। এদিকে গতকাল থেকেই দিঘার সমুদ্রে নামার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সাগরপাড়ে ক্রমাগত নজরদারি চালাচ্ছে নুলিয়া ও পুলিশ। জোয়ারের সময় কেউ যাতে…