16
Jun
দেশের চার মহানগরীতে ফের একবার প্রতি লিটারে দাম বেড়েছে পেট্রল ও ডিজেল এই দুই জ্বালানির। মুম্বই ছাড়া ভারতের বাকি তিন মহানগরীতে সেঞ্চুরির আরেকটু কাছাকাছি পেট্রল। ৯০ এর ঘরে এখন টিকে আছে ডিজেল। দিল্লিতে প্রতি লিটার পেট্রলের মূল্য ৯৬ টাকা ৬৬ পয়সা। গতকাল প্রতি লিটার পেট্রলের দাম ছিল ৯৬ টাকা ৪১ পয়সা। অর্থাৎ কালকের তুলনায় আজ, লিটার প্রতি পেট্রলের দাম বেড়েছে ২৫ পয়সা। গতকাল দিল্লির বুকে প্রতি লিটার ডিজেলের দাম ছিল, ৮৭ টাকা ২৮ পয়সা। আজ লিটার প্রতি ১৩ পয়সা দাম বাড়িয়ে ডিজেল ৮৭ টাকা ৪১ পয়সা হয়েছে। মুম্বইয়ে পেট্রল এখন ১০২ নট আউট। তবে দামে হেরফের হয়েছে কালকের তুলনায়। গতকাল…