dhanajay ray

পেন্সিলের সিস কেটে ইংরেজি বর্ণমালা খোদাই করল জলপাইগুড়ির ধনঞ্জয়

পেন্সিলের সিস কেটে ইংরেজি বর্ণমালা খোদাই করল জলপাইগুড়ির ধনঞ্জয়

পেন্সিলের কার্বন সিস কেটে ইংরেজি বর্ণমালা তৈরি করে নজর কাড়লো জলপাইগুড়ির এক তরুণ ধনঞ্জয় রায় । জানা গিয়েছে পেন্সিলের একটি সিস কেটেই ইংরেজির সমস্ত বর্ণমালা খোদাই করেছে সে । এই অভিনব কারুকার্য করতে তার সময় লেগেছে প্রায় ছয় ঘন্টা । ধনঞ্জয় জানিয়েছে এর আগেও সে পেন্সিলের সিস কেটে মনীষী রাধাকৃষণ এর ছবি, বিভিন্ন মূর্তি বানিয়েছিল । ধনঞ্জয় রায় জলপাইগুড়ি ঘধেয়ার কুটি হাইস্কুলে পড়ার সময় থেকেই এই আঁকাআঁকিতে ঝোঁক । তার এই পেন্সিলের ওপর ইংরেজি বর্ণমালার খোদাই করা ছবি বর্তমানে ভাইরাল । এই কাজে খুশি ধনঞ্জয় আরো নিত্যনতুন অঙ্কন করতে চায়। ধনঞ্জয়ের এই প্রতিভা দেখে খুশি গ্রামবাসী ।
Read More