15
Sep
পেন্সিলের কার্বন সিস কেটে ইংরেজি বর্ণমালা তৈরি করে নজর কাড়লো জলপাইগুড়ির এক তরুণ ধনঞ্জয় রায় । জানা গিয়েছে পেন্সিলের একটি সিস কেটেই ইংরেজির সমস্ত বর্ণমালা খোদাই করেছে সে । এই অভিনব কারুকার্য করতে তার সময় লেগেছে প্রায় ছয় ঘন্টা । ধনঞ্জয় জানিয়েছে এর আগেও সে পেন্সিলের সিস কেটে মনীষী রাধাকৃষণ এর ছবি, বিভিন্ন মূর্তি বানিয়েছিল । ধনঞ্জয় রায় জলপাইগুড়ি ঘধেয়ার কুটি হাইস্কুলে পড়ার সময় থেকেই এই আঁকাআঁকিতে ঝোঁক । তার এই পেন্সিলের ওপর ইংরেজি বর্ণমালার খোদাই করা ছবি বর্তমানে ভাইরাল । এই কাজে খুশি ধনঞ্জয় আরো নিত্যনতুন অঙ্কন করতে চায়। ধনঞ্জয়ের এই প্রতিভা দেখে খুশি গ্রামবাসী ।