dengue awareness programme

রাজগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে ছাড়া হল গাপ্পি মাছ

রাজগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে ছাড়া হল গাপ্পি মাছ

ডেঙ্গু সচেতনতা ও প্রতিরোধ কর্মসূচির অঙ্গ হিসেবে আজ রাজগঞ্জ ব্লকের বিভিন্ন এলাকায় গাপ্পি মাছের পোনা ছাড়া হল । ডেঙ্গু বাহক মশার লার্ভা নাশ করতে এই গাপ্পি মাছ ছাড়া হল বলে জানা গিয়েছে । এর পাশাপাশি ডেঙ্গু নিয়ে সচেতনতার বার্তা নিয়ে আগামীদিনে আরো নানা কর্মসূচি নেওয়া হবে শিকারপুর অঞ্চলের প্রধান জানিয়েছেন । এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন শিকারপুর অঞ্চলের প্রধান রঞ্জিতা রায়, গ্রামীন সম্পদ কর্মী পলাশ রায়, এবং স্বাস্থ্য দপ্তরের কর্মীরা । শিকারপুর অঞ্চলের প্রধান রঞ্জিতা রায় জানান, ডেঙ্গু রোগ প্রতিরোধ করতেই রাজ্য সরকারের এই পদক্ষেপ । পরবর্তীতে আরও সচেতনমূলক নানা কাজ করা হবে বলে জানান গ্রামীণ সম্পদ কর্মী পলাশ রায় ।…
Read More